শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মানসিকভাবে অসুস্থ নিজের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০টি বেত্রাঘাত প্রদানের নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত। বিচারক এলিসাবেত পায়া ওয়ান এই রায় দেন।
৪১ বছর বয়সী ওই বাংলাদেশীর বিরুদ্ধে গত বছর নিজের ২১ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়। ওই সৎ মেয়ে স্থানীয় বাসিন্দা। ওই ঘটনা ঘটে দেশটির মেলাকা শহরের জালান প্লাজা মাহকোতার একটি দোকানে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার বেরনামা বার্তাসংস্থা।
খবরে বলা হয়, দণ্ডিবিধির ৩৭৬ (৩) ধারায় অভিযোগ আনা হয় ওই বাংলাদেশীর বিরুদ্ধে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ড ও ১০টি বেত্রাঘাত প্রদানের নিয়ম রয়েছে।
অভিযোগ গঠন করেছেন উপ-সরকারী কৌঁসুলি হায়াতুল উইরদাহ মোহাম্মদ ইউনুস। আদালতে অভিযুক্তের কোনো আইনজীবী ছিল না। সরকারী পক্ষে ৯ জন ও আসামীর পক্ষে আসামী সহ ২ জন স্বাক্ষীকে স্বাক্ষ্য দিতে ডাকা হয়।