শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৭

প্রবাসীদের জন্য বিমান বন্দরে স্থায়ীভাবে হেল্প ডেস্ক স্থাপিত হচ্ছে: ইতালিতে পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীদের জন্য বিমান বন্দরে স্থায়ীভাবে হেল্প ডেস্ক স্থাপিত হচ্ছে: ইতালিতে পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল মুনিম জাহেদী ক্যারল: দেশে প্রবাসীদের আরো সেবা প্রদানের লক্ষে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপিত হবে। খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রবাসীদের সার্বিক নিরাপত্তা প্রদান, মর্যাদা ও অধিকার আদায়ের দাবির পরিপ্রেক্ষিত্রে এমন আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

  ইতালির রাজধানী রোমে সম্প্রতি জালালাবাদ এসোসিয়েশন ইতালির বিশ্ব সিলেট উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর পক্ষ থেকে এমন দাবী জানানো হয়।

ঝাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে রোমের স্থানীয় একটি গির্জা হলে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে বিশেষ করে মধ্যেপ্রাচ্য প্রবাসীদের সুবিধার জন্য আলাদা একটি ডেস্ক প্রদানের দাবি জানানো হয়। এছাড়া ব্রাজিলে সাও পালতে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার জন্য কনস্যুলেট সার্ভিস প্রদানের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে দাবি জানিয়ে একটি স্মারক প্রদান করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য খুবই আন্তরিক, জালালাবাদ এসোসিয়েশন ইউ’কের দাবি খুবই যৌক্তিক ও বাস্তবমুখি। এসব দাবী বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেবে। আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন রুট করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছু দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, ইতালি জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি অলি উদ্দিন শামীম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সভাপতি কয়েছ আহমেদ।

অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন ইউকের আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, প্রচার, প্রকাশণা ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, দপ্তর সম্পাদক শামীম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমদ সুমন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর খান, মোহাম্মাদ আব্দুল ওদুদ দীপক ও বাহার উদ্দিন।

অনুষ্টানে জালালাবাদ এসোসিয়েশন ইউকের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমদ সুমন পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রাজিলে সাও পাওলে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার জন্য কনস্যুলেট সার্ভিস প্রদানের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে একটি স্মারক হস্তান্তর করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024