শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫২

যুক্তরাজ্যে নিজ ঘরের পাশেই মিললো সিলেটী যুবকের লাশ

যুক্তরাজ্যে নিজ ঘরের পাশেই মিললো সিলেটী যুবকের লাশ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে ওয়েলসে এক ব্রিটিশ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে কার্ডিফ পুলিশ।

রোববার সাপ্তাহিক ছুটির দিনে সোয়ানসির নিজ ঘরের পাশ থেকে রাজু মিয়া (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করা হয় পুলিশ। নিহত রাজু মিয়ার বাড়ি সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামে।

কার্ডিফ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সোয়ানসির নিজ ঘরের পাশ থেকে রাজুর লাশ উদ্ধার করেছেন তারা। মরদেহের ময়না তদন্ত হবে।

রাজুর একজন আত্মীয় কাইয়ুম আহমেদ জানিয়েছেন, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। তিনি বিবাহিত এবং এক শিশু কন্যার জনক। মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তার পরিবার ব্রিটেনে স্থায়ী হয়।

কীভাবে রাজুর মৃত্যু হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024