নিউজ ডেস্ক: সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী বাংলাদেশের বিশিষ্ট নাগরিকগণের এক সাধারণ সভা অনুষ্টিত হয়।
বিলেতের অন্যতম প্রধান কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক আহমদ রণির সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী চিত্রতারকা, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি জনাব আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) এম পি।
উক্ত সভায় কেন্দ্রীয় সভাপতির বরাবরে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে একটি কমিটি গঠনের যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন- বিলেতের অন্যতম কবি ও নাট্যকার মুজিবুল হক মনি, বিশিষ্ট সংগঠক হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরূল হক, বিশিষ্ট সমাজ কর্মী তমিজুর রহমান রঞ্জু, কবি হাফসা ইসলাম, বিশিষ্ট সংগঠক আব্দুল মালিক খোকন, কন্ঠশিল্পী ও কাউন্সিলর রাজীব আহমদ, বিশিষ্ট সমাজ কর্মী মোস্তাক আহমদ।
একই সভায় ব্যাপক আলোচনার পর কেন্দ্রীয় সভাপতির নিকট ইকবাল হোসেন বাল্মিকী কে আহবায়ক ও জেনিফার সারওয়ার লাক্সমীকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখা গঠনের প্রস্তাব উত্থাপিত হলে সভাপতি আকবর হোসেন পাঠান তাতে অনুমোদন প্রদান করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার পুর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য ও কর্মকর্তাগণ হচ্ছেন যথাক্রমে- আহবায়ক ইকবাল হোসেন বাল্মিকী, যুগ্ম আহবায়ক: বদরুজ্জামান চৌধুরী বদরুল, সৈয়দ তাহমিমুল হক, বদরুল হক, হেলাল উদ্দীন, শামীম শাহান, মারুফ আহমদ, সাদ উদ্দীন, সদস্য সচিব-জেনিফার সারোয়ার লাক্সমী, যুগ্ম সদস্য সচিব রেজওয়ান মারুফ, হাফসা ইসলাম, সেলিনা আক্তার জোৎস্না, হেলাল সাইফ, মাসুদ আহমদ জোয়ারদার।
এছাড়াও সদস্য ফারুক আহমদ রনি, সুজাত মনসুর, কাউন্সিলর রাজীব আহমদ, দিলু নাসের, মো: বাবুল হোসেন, মুজিবুল হক মনি, দেলওয়ার হোসেন, মুজিব ইরম, আতাউর রহমান মিলাদ, ইকবাল হোসেন বুলবুল, মোহাম্মদ ইকবাল, কাজল রশিদ, এ কে এম আব্দুলাহ, আব্দুল মালিক খোকন, বর্ণালী চক্রবর্তী, ফয়জুল ইসলাম ফয়েজনুর, তাওহীদ ফিতরাত হোসেন, তমিজুর রহমান রঞ্জু, আফলু রহমান, আব্দুর রহিম শামিম, মাসুক ইবনে আনিস, গৌরব রায় মিতুন, মোস্তাক আহমদ, সৈয়দ দুলাল, ফারুক উদ্দিন (কেয়া), আজীজুর রহমান মতি, কাজী শাহজাহান, মো সুহেল আহমদ, মুহিব চৌধুরি, মোস্তাফিজ চৌধুরী রুহেল, ফয়ছাল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম বেলাল, ড: আনিছুর রহমান আনিস, বুলবুল হাসান, মো দিলওয়ার হোসেন, সেলিম চৌধুরী, মামুনুর রশিদ টেনু মিয়া, শিপা সুলতানা, সিদ্দীকুর রহমান, আক্তার হোসেন, শিব্বির আহমদ, শাহরিয়ার আহমদ সুমন, মো ছাইফুল আলম রাজা, মো গিয়াস উদ্দীন, রুম্মান আহমদ, দিদার আহমদ চৌধুরী, দিলওয়ার হোসেন হীরা, সালাহ উদ্দিন, কাউছার আহমদ জগলু, লোকমান আহমদ চৌধুরী, বাপীতা বাপী, মিছবাউর রহমান, কুতুবুল আলম, হান্নান মিয়া, তানহার আহমদ তুহিন, এনাম উদ্দিন, নাজমুল ইসলাম, আবুল কাহের নানু, রাসেল আহমদ জুয়েল, মিছবাহুল মাছুম, নাজমা ইয়াছমিন, জাওয়েদ ইকবাল মজুমদার, রফিকুল ইসলাম নজরুল, আলীম উদ্দীন, সঞ্জিব দাস, সাইদুল আলম, সাদিকুর রহমান, আসমা আক্তার, বাবুল খান ও মো: গুলজার হোসেন।