নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমন্বোত রাখার প্রত্যয় নিয়ে গঠিত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠি।
গত ২৭শে নভেম্বর পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন বাল্মীকির সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সদস্য সচিব জেনিফার সারওয়ার লাক্সমির পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা বদরুল চৌধুরী, হেলাল আহমেদ, সাবেক ছাত্রনেতা মারুফ আহমেদ, যুগ্ম সচিব ও যুক্তরাজ্য চার নেতা পরিষদের মহিলা সম্পাদিকা সেলিনা আকতার জোৎস্না, সাবেক ছাত্রনেতা মাসুদ আহমেদ জোয়ারদার, আহ্বায়ক কমিটির সদস্য শহীদ সন্তান মোঃ বাবুল হোসেন, গোলাপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তমিজুর রহমান রঞ্জু, সাবেক ছাত্রনেতা এনাম উদ্দিন, ডক্টর আনিছুর রহমান আনিছ, আফরোজ মিয়া, মোঃ দিলওয়ার হোসেন, জবরুল ইসলাম লনি, সিদ্দিকুর রহমান, ফারুক উদ্দিন, সালাহউদ্দিন, রুহেল আহমেদ, মিছবাহ মাছুম প্রমুখ।
সভায় আগামী ১৭ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার উদ্যোগে যুক্তরাজ্যে প্রথম বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবকে সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সকল দেশপ্রেমিক প্রবাসী ভাইবোনসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।