গ্যালারী থেকে: সিলেটের টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে সংশয়ে ছিল ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো টেস্ট ও ওয়ানডে ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হলেও ঠিক করা হয়নি টি-টোয়েন্টি টিকিটের মূল্য। ভেন্যু নির্মাণে বিলম্ব হওয়ার কারণে সিলেট স্টেডিয়ামেই টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজন নিয়ে সংশয়ে পড়েছিল বিসিবি।
গত সপ্তাহে দুটি স্টেডিয়ামই পরিদর্শন করে গেছে আইসিসি’র প্রতিনিধি দল। নির্মাণকাজে কক্সবাজার অনেকটা পিছিয়ে পড়লেও সিলেট স্টেডিয়ামের কাজ ভালই এগিয়েছে। প্যাভিলিয়নের আর প্রেসবক্সের কাজ প্রায় শেষের দিকে। বিসিবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী তাই আশাবাদী, ‘৩০শে নভেম্বরের মধ্যে অবশ্যই শেষ হবে। আমাদের লক্ষ্য ১২-১৩ই নভেম্বরের মধ্যেই কাজ শেষ করা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি অবশেষে হচ্ছে না, টি-টোয়েন্টি ম্যাচটি হতে পারে মিরপুর স্টেডিয়ামে। তবে বিষয়টি নিশ্চিত করেনি বিসিবি। কথা ছিল আইসিসি’র অনুমোদন পেলে চলতি নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি সিলেটেই হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নির্মাণ নির্বিঘ্নে রাখতে সে ইচ্ছাটা বাদই দিয়েছে বিসিবি।
আগামী ২৭শে অক্টোবর বিশ্বকাপের ফরম্যাট এবং ফিকশ্চার ঘোষণা করা হবে। বিশ্বকাপের প্রস্তাবিত চারটি ভেন্যুর মধ্যে দুটি ভেন্যু সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম এখনও নির্মাণাধীন। এদিকে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংস্কার কাজের সময়সীমা ৩০শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে আইসিসি।