শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: অস্ট্রেলিয়ায় যখন নজিরবিহীন দাবানল ছড়িয়ে পড়ছে, দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন তখন পরিবার নিয়ে অবকাশ যাপনে ছিলেন। পরে ব্যাপক সমালোচনার মুখে হাওয়াইয়ে নিজের অবকাশ কাটছাঁট করে দেশে ফিরেছেন তিনি।
দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকা দাবানলের বিরুদ্ধে লড়তে গিয়ে ইতিমধ্যে দুই অগ্নিনির্বাপন কর্মী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও টেলিগ্রাফের খবরে এমন তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ভয়াবহ দাবানলের সময় পরিবারের সঙ্গে আমার অবকাশের প্রভাবে কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।
আগুন নেভাতে ৩২ বছর বয়সী জিওফ্রে কিটন ও ৩৬ বছর বয়সী অ্যান্ড্রু ওডিয়ার ট্রাকযোগে যাচ্ছিলেন। তখনই তাদের ওপর একটি গাছ ভেঙে পড়ে।
চলতি সপ্তাহে তার অবকাশ নিয়ে চাপ বাড়ছিল। কয়েক হাজার স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাচন কর্মী আগুন নেভাতে কাজ করছেন। আর সিডনিতে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধের মুখে পড়ছেন লাখ লাখ অধিবাসী।
নিউ সাউথ ওয়েলসে শতাধিক দাবানলের বিরুদ্ধে লড়তে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের। ইতিমধ্যে ভয়াবহ দাবানলের সতর্কবার্তা দেয়া হয়েছে।
এদিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাতে বৃহস্পতিবার মরিসনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এছাড়া এই দুর্যোগের ভেতর তার অবকাশ যাপনেরও সমালোচনা করা হয়েছে।
সামাজিকমাধ্যমে তাকে নিয়ে ট্রল শুরু হয়েছে। মরিসন বলেন, আমি দাবানলের নিয়মিত হালনাগাদ তথ্য নিতাম। এছাড়া তল্লাশি ও আহতদের চিকিৎসারও খোঁজ খবর নিয়েছি।
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির উদগীরণ এক অস্ট্রেলীয় নিহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালেও দাবানালের ক্রোধ বাড়ছিল। শনিবার অবস্থা আরও গুরুতর হবে বলে ধারনা করা হচ্ছে।