রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৪

যুক্তরাজ্য আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

যুক্তরাজ্য আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক: বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ডিসেম্বর ইষ্ট লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ।

আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের। যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশের এবং লাল সবুজের পতাকা।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বিলেতে থেকেও আমরা প্রবাসীরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় হওয়ার লক্ষ্যে অস্ত্র কিনার জন্য লন্ডন থেকে চাঁদা তুলে প্রবাসী সরকারের কাছে বৈদেশীক মুদ্রা পাঠিয়েছেন। অনেকে লন্ডন থেকে সরাসরি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন।

মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার প্রবাসী বাঙালি। রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে বিপর্যস্থ অবকাঠামো পূর্নগঠনের জন্য প্রবাসীরা আর্থিক ভাবে অবদান রেখেছেন।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের খাটো করে দেখার কোন অবকাশ নেই। বক্তারা, মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ তালিকা গঠনের জন্য সরকারের নিকট দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাজ্জাদ মিয়া ও আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, জনসংযোগ সম্পাদক রবিন পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি ময়নুল হক, যুগ্ম সম্পাদক আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক সায়েক আহমদ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসনে আরা মতিন ও আঞ্জুমান আরা অঞ্জু, কোষাধ্যক্ষ নাজমা আক্তার, এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান, নিউহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, জুবায়ের আহমদ, দেলোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, আবুল লেইস, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, কৃষক লীগের ভারপাপ্ত সভাপতি সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, তাঁতি লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, শ্রমিক লীগের শামসুল হক চৌধুরী, এম ইকবাল হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মুজিবুর রহমান, আঙ্গুর আলী, মজুমদার মিয়া, সৈয়দ গুলাব, আবুল ফয়েজ, কাউন্সিলর মঈন কাদরী, আহমদ ফখর কামাল প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024