সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৪৫

পর্তুগালে ব্যবসা-রাজনীতিতে সক্রিয় বাংলাদেশি প্রবাসীরা

পর্তুগালে ব্যবসা-রাজনীতিতে সক্রিয় বাংলাদেশি প্রবাসীরা

তারিকুল হাসান: লিসবনের বাইরে পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশের বসবাস দেশটির বাণিজ্যিক রাজধানী পোর্তোয়।

ব্যবসা-বাণিজ্যে নিজেদের প্রভাব বাড়ানোর পাশাপাশি দেশটির জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাজ করছেন দেশের সঙ্গে পর্তুগালের সম্পর্কোন্নয়নসহ নানা বিষয় নিয়ে।

পর্তুগালের উপকূলীয় শহর পোর্তোতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। এরই মধ্যে ট্যুরিস্ট শপ বা হোলসেল ব্যবসায় শক্ত অবস্থান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, পর্তুগালে অনেক বাংলাদেশি মানুষ আসছে। কাজের অনেক সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। এ শহরে বাংলাদেশিদের প্রায় ১শ’র বেশি দোকান আছে।

এছাড়া এরই মধ্যে পর্তুগিজ নাগরিকত্ব গ্রহণ করা প্রবাসী বাংলাদেশিদের অনেকে সক্রিয় ভূমিকা রাখছেন ক্ষমতাসীনদের রাজনীতিতে।

পর্তুগিজ সোস্যালিস্ট পার্টির জেলা কমিটির সদস্য শাহ আলম কাজল বলেন, আমরা যারা এখানে আছি তারা বাংলাদেশের রাজনীতি চর্চা না করে এ দেশের রাজনীতিতে অংশগ্রহণ করলে আমাদের দাবিদাওয়া সমস্যা তুলে ধরতে পারব।

পোর্তো ও আশপাশের এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রায় দেড়শ দোকান রয়েছে। রাজধানীর বাইরের একটি শহরে এমন অবস্থানই বলে দেয় পর্তুগালে দ্রুত এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা শুধু পর্তুগাল নয়, একতা ও পারস্পরিক সম্প্রতির মাধ্যমে সারা বিশ্বেই এগিয়ে যাবে বাংলাদেশিরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024