রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৬

বিবিসির পুরুষ-নারী বেতন বৈষম্যের বিরুদ্ধে সামিরা আহমেদের জয়

বিবিসির পুরুষ-নারী বেতন বৈষম্যের বিরুদ্ধে সামিরা আহমেদের জয়

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের মূলধারার সংবাদপত্র বিবিসির বিরুদ্ধে নারী ও পুরুষ কর্মীর বেতনের সমতা চেয়ে কর্মসংস্থান ট্রাইব্যুনাল-এ মামলা করেছিলেন ব্রিটিশ সাংবাদিক সামিরা আহমেদ। – ডেইলি মেইল

নিউওয়াচ নামের বিবিসির একটি অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। সঞ্চালনার দায়িত্বে থাকাকালীন সামিরাকে তার পুরুষ সহকর্মীর চেয়ে অনেক কম পারিশ্রমিক দেয়া হতো। এ ট্রাবুনালের মধ্যদিয়ে সামিরা প্রমাণ করেন, পদ একই হলেও নারী ও পুরুষ কর্মীদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য সৃষ্টি করেছে এ প্রতিষ্ঠানটি।

২০১২ সাল থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন সামিরা। যার জন্য তাকে দেওয়া হতো চারশত ৪০ ব্রিটিশ পাউন্ড। যেখানে একই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য তার পুরুষ সহকর্মী জেরেমি ভাইনকে দেওয়া হতো তিন হাজার ব্রিটিশ পাউন্ড। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন জেরেমি।

সামিরা অভিযোগ তুলে বলেন, জেমিরির সঙ্গে তুলনা করলে দেখা যায় বিবিসি আমাকে ঠকিয়েছে। তারা আমাকে আমার পাওনা পারিশ্রমিকের চেয়ে সাত লাখ ব্রিটিশ পাউন্ড কম দিয়েছে।

নারী-পুরুষের বেতন বৈষম্য বিরুদ্ধে সামিরারা এ রুখে দাঁড়ানো বিষয়কে যারা বাহবা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি কৃতজ্ঞতামূলক পোস্ট টুইট করেন তিনি। সামিরার পক্ষে ‘কর্মসংস্থান ট্রাইব্যুনাল’ রায় দেয়ায় এ সাংবাদিককে বাহবা জানিয়েছেন অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024