শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইউরোপিয়ান এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ইইউ অ্যাভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ভুল করে ইউক্রেনের বিমানকে ভূপাতিত করায় ইরানের স্বীকারোক্তির পর শনিবার এই পরামর্শ দেওয়া হয়েছে।
জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান।
এক বিবৃতিতে ইএএসএ বলেছে, আকাশসীমা এড়িয়ে চলার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের আকাশে ২৫ হাজার ফুটের বেশি উচ্চতায় বিমান না চালানোর নির্দেশ দিতে সুপারিশ করা হয়েছে।
ইএএসএ বলেছে, ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ভুল করে ভুপাতিত করার ইরানি স্বীকারোক্তির প্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হলো।