শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী দুইদিন থেকে নিখোঁজ রয়েছেন। পুলিশ তাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফারজানা বেগম নামে ২৭ বছর বয়সী এই নারী যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকার বাসিন্দা। সর্বশেষ গত শুক্রবার রাত ১০টার সময় পরিবারের সঙ্গে যোগাযোগ হয় ফারজানার। তখন তিনি লন্ডনের নিকটবর্তী মিল্টন কেইনস এলাকার টেমস ভ্যালি এলাকায় ছিলেন। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফারজানার বোন নূরজাহান বেগম জানান, তার বোন কিছুটা অপ্রকৃতস্থ। কেউ ফারজানার সন্ধান পেলে যেন তার পরিবার অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বোনকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেন নূরজাহান।
কেউ ফারজানার সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে ১০১ নম্বরে কল করে MPC/132/20 উল্লিখিত রেফারেন্সে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।