শীর্ষবিন্দু নিউজ: ১৯৯২ সালে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির মাঝারি মানের নেতা নাইজেল ফারাজে বলেছিলেন, ব্রিটিশরা ইউরোপীয়ান নন। তারা অনেক বেশি শ্রেষ্ঠতর জাতি। তাই ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা দেশটিকে মানায় না।
একদিন অবশ্যই ইইউ ত্যাগ করবে যুক্তরাজ্য। তার বক্তব্যের পরের দিন ট্যাবলয়েড ডেইলি মেইলের শিরোনাম ছিলো, ‘‘বোর্ডমুরের পাগলাগারদ থেকে একটি পাগল পালিয়ে এসে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।‘‘
তবে এসবের পরে দমেননি ফারাজে। তিনি তার ইউরোপের বাইরে থাকবে যুক্তরাজ্য, এই হাইপোথিসিসকে প্রতিষ্ঠিত করতে শেষ পর্যন্ত লড়াই করেছেন। দলের সমালোচনার মুখে ১৯৯৩ সালে কনসারভেটিভ পার্টি ছেড়ে নিজের আলাদা দল ইন্ডিপেন্ডেন্ট পার্টি গঠন করেন ফারাজে। এই পার্টির লক্ষই ছিলো ইউরোপ থেকে যুক্তরাজ্যকে স্বাধীন করা।
১৯৯৯ সাল থেকেই নিয়মিতভাবে মেম্বার অব ইউরোপীয়ান পার্লামেন্ট বা এমইপি নির্বাচিত হয়ে আসছেন ফারাজে। খোদ ইউরোপীয়ান পার্লামেন্টে বসেই তিনি বারবার যুক্তরাজ্যের স্বাধীনতার ডাক দিয়েছেন। ২০১৬ সালের গণভোটের আগে সবচেয়ে উচ্চকিত ছিলেন নাইজেলই। ব্রেক্সিটের পক্ষে পুরো যুক্তরাজ্য জুড়ে প্রচারণা চালান ।
২০১৮ সালে গঠন করেন ব্রেক্সিট পার্টি। মজার বিষয় হলো তিনি কোনও চুক্তিরই পক্ষে ছিলেন না। তবে অজস্র গঞ্জনা সহ্য করার পরেও নিজ মতে অটুট ছিলেন নাইজেল। শুক্রবার মধ্যরাতে তিনি নিজে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখেছেন।