শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৭

শক্তিশালী ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা বাংলাদেশে

শক্তিশালী ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা বাংলাদেশে

গ্যালারী থেকে: অবশেষে বিশ্ব জয়ের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। অনূর্ধ্ব ১৯ দলের হাত ধরে বিশ্ব আসরের শিরোপা এলো বাংলাদেশে। তাও প্রতিপক্ষ ছিলো শক্তিশালী ভারত।

যারা এর আগে ৪বার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিলো। বারবার হেরে যাওয়া স্নায়ুযুদ্ধ এবার আর বাঁধা হতে পারেনি জুনিয়র টাইগারদের। ভারতের ছুড়ে দেয়া ১৭৮ রান পেরুতে আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকলেও আকবর আলী ও রকিবুলের অসাধারণ দৃঢ়তায় দেশে এলো শিরোপা।

হঠাৎ বৃষ্টি নামায় খেলা ১০ মিনিট বন্ধ ছিলো। বৃষ্টি আইনে লক্ষ্যটা ১৭০ এ নামলে সেটা খুব দ্রুতই পার করেন দুই ব্যাটসম্যান আকবর ও রকিবুল। ২৩ বল বাকি থাকতে শিরোপা নিয়ে ঘরে ফিরছে সাকিব-তামিমের উত্তরসূরীরা।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৫০ রান এনে দিয়েছিলেন তামিম ও ইমন। তবে রবি বিষ্ণুর লেগ স্পিন ঠিক মতো বুঝে উঠতে না পারায় এলোমেলো হয় জুনিয়র টাইগারদের ব্যাটিং লাইন। প্রথম ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন বিষ্ণু।

তামিম ১৭, মাহমুদুল ৮ এবং তৌহিদ হৃদয় ও শাহাদাত কোন রান না করেই ফেরেন বিষ্ণুর স্পিনে। পরে শামীম আর অভিষেক ফেরেন সুশান্তর বলে। এরপর বাংলাদেশকে ধীরে ধীরে সামনে নিচ্ছিলেন আকবর আলী ও পারভেজ ইমন। কিন্তু পরে ইমন ফেরায় আবারও চিন্তা দেখা দেয় টাইগার শিবিরে। কিন্তু রকিবুল সেটা হতে দেননি। আকবরের সঙ্গে জুটি বেঁধে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

এর আগে পচেফস্ট্রুমে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশের যুবারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন যশস্বী জয়সাওয়াল। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন অভিষেক দাস। দুটি করে উইকেট নেন শরিফুল ও সাকিব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024