রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০০

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবর্তিত মন্ত্রীসভার প্রথম বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবর্তিত মন্ত্রীসভার প্রথম বৈঠক

শীর্ষবিন্দু নিউজ: ক্ষমতাসীন টরি পার্টির মন্ত্রীসভায় ব্যাপক রদবদলের পরে নবনির্বাচিত মন্ত্রীসভাকে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতির বিষয়গুলোতে মনোনিবেশ করতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

নাম্বার টেন ডাউনিং স্ট্রিটে তাঁর নতুন দলকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন মন্ত্রীসভাকে অবশ্যই জীবনযাত্রার উন্নতি এবং সুযোগ ছড়িয়ে দেওয়ার প্রাথমিক কাজ গুলো চালিয়ে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার সাজিদ জাভিদ তার পদত্যাগ করে সবাই চমকে দিয়েছিলেন।

এক বিবৃতি সাজিদ বলেন, প্রধানমন্ত্রী তাকে চ্যান্সেলর পদে বহাল থাকার প্রস্তাব দিয়েছিলেন তবে বিনিময়ে তাকে তার উপদেষ্টাদের বরখাস্ত করতে হবে। প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবে সাজিদ জানান, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেননা। এছাড়া প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানা গেছে। যা এ পদত্যাগের আংশিক কারণ হতে পারে।

অপরদিকে সাজিদের উত্তরসূরি রিষি সুনাক চ্যান্সেলরের দায়িত্ব গ্রহনের পর জানিয়েছেন,  তাঁর কাছে অনেক কিছু আছে সব কিছু চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠকের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সকলকে অভিনন্দন জানান এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার আহবান জানান।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, গেল নির্বাচনে দেশের বিপুল সংখ্যক মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে টরি পার্টিকে ভোট দিয়েছিল তা ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024