শীর্ষবিন্দু নিউজ: প্রবল গতিতে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিস দক্ষিণ ওয়েলস এবং ইংল্যান্ডের বেশ কিছু অংশে বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
প্রবল ঝড়ের কারনে তায়ে নদীতে পড়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ডাইফিড পাওয়েস পুলিশ। অন্যদিকে সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এটি একাধিক ভূমিধস এবং বন্যার পরিস্তিতি তৈরি করেছে এবং বেশ কিছু স্তানীয় বাসিন্দারা আটকে পড়ে আছে।
অপরদিকে সংবাদ মাধ্যম বিবিসির খবরে জানা যায়, প্রবল বন্যার পানিতে হারফোর্ডশায়ারে বাড়ী গুলো প্লাবিত হয়েছে। সেখানের এক বাসিন্দা জানান,ঝড়টি টর্নেডোর মতো আঘাত হেনেছিল।
এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের জন্য যুক্তরাজ্য জুড়ে ৩০০ টিরও বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জীবনের ঝুঁকি রয়েছে এমন, ইংল্যান্ডে চারটি এবং ওয়েলসে দুটি তীব্র বন্যা সতর্কতা জারী করা রয়েছে।