রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪০

ট্রাম্পের সফরেই দিল্লি রণক্ষেত্র: পুলিশ কর্মকর্তা নিহত

ট্রাম্পের সফরেই দিল্লি রণক্ষেত্র: পুলিশ কর্মকর্তা নিহত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের মধ্যেই সোমবার দিল্লিতে আবারও বিক্ষোভ হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এই বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আনন্দবাজারের খবরে বলা হয়, দিল্লির উত্তরপূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তাতে রতনলাল নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছেপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় দিল্লি পুলিশের একজন কনস্টেবল নিহত এবং একজন জেলা প্রশাসক (ডিসিপি) আহত হয়েছেন। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। যানবাহন দোকান জ্বালিয়ে দিয়েছে। দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসার কয়েক ঘণ্টা আগে এই সহিংসতা ঘটে।

সোমবারই সপরিবারে দুদিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে আমেদাবাদ হয়ে আগরা গিয়েছেন তারা। সেখান থেকে দিল্লি যাবেন। তার মধ্যেই পরিস্থিতি এমন চরম আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024