বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫

বৃটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী রাজপুত্র চার্লস করোনায় আক্রান্ত

বৃটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী রাজপুত্র চার্লস করোনায় আক্রান্ত

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী রাজপুত্র চার্লস। ৭১ বছর বয়সী প্রিন্সের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে তার মুখপাত্র। এ খবর দিয়েছে বিবিসি।

তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রিন্স চার্লস হিসেব অনুযায়ী বর্তমানে বৃটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী।

এছাড়া ডাচেস অব কর্নওয়ালেরও করোনা টেস্ট করা হয়েছে। তবে তিনি করোনা মুক্ত রয়েছেন। ২৫ মার্চ বুধবার রাজপরিবারের এক বিবৃতিতে তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স অব ওয়েলস-এর করোনভাইরাস ধরা পড়েছে। তার শরীরে এ ভাইরাসে সামান্য লক্ষণ দেখা গেছে। তবে এর বাইরে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো। গত কয়েকদিন ধরে তিনি যথারীতি বাড়ি থেকে কাজ করছেন।

প্রসঙ্গত: যুক্তরাজ্যের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি স্কটল্যান্ডে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। স্কটল্যান্ডের একই প্যালেসে প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামেলিয়া পার্কার সেল্প আইসোলেশনে রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024