ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস বিভিন্ন দায়িত্বে স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। এই মুহুর্তে যে সব দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবক লাগবে, তার মধ্যে রয়েছে যেসকল বাসিন্দাদের প্রয়োজন, তাদের ঘরে খাবার পৌছে দেয়া, ফুড পার্সেল প্যাকিংয়ে সহযোগিতা করা এবং বারার বাচ্চাদের জন্য কাউন্সিলের ইস্টার হলিডেজ মিলস সরবরাহে সাহায্য করা।
আগামী দিনগুলোতে আরো অনেক দায়িত্বে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। স্বেচ্ছাসেবি হিসেবে সহযোগিতা করার জন্য আগ্রহীদের নিজেদের নাম নিবন্ধন করতে দ্যা ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস্ এর ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
এ পর্যন্ত ভলান্টিয়ার সেন্টার ২২ টি পৃথক দায়িত্বের জন্য প্রয়োজনীয় সংখ্য স্বেচ্ছাসেবী ১০টি ভলান্টিয়ার ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে পূরণ করেছে এবং অবিশ্বাস্য হলেও সত্য, স্বেচ্ছাসেবি হিসেবে সহযোগিতা করতে এ পর্যন্ত ১২ শয়েরও বেশি মানুষ নিবন্ধিত হয়েছেন।
-প্রেস বিজ্ঞপ্তি