শাহবাগের আন্দোলনকে গত দুই দশকে বাংলাদেশের সবচেয়ে বড় জমায়েত অভিহিত করে বৃটেনের বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। তাদের বিস্তারিত প্রতিবেদনে তারা বলে, এই বিশাল গণজমায়েত থেকে নতুন রাজতৈনিক দাবি উঠতে পারে।এতে ব্যাপক রাজনীতিরও সমালোচনা করে বৃটেনের এই শক্তিশালী পত্রিকা।
পত্রিকাটির অনলাইন সংস্করণে এরই মধ্যে নিবন্ধটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, শাহবাগের প্রতিবাদকারীরা বড় ধরনের পরিবর্তনেরও আহবান জানাতে পারেন। শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তাদের অনুসারীদের দীর্ঘ দিনের তীক্ত রাজনীতির সমালোচনা করে ইকোনমিস্ট দাবি করে, এ রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে সবাই শাহবাগকে উপভোগ করতে পারবে।
Leave a Reply