রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪২

প্রথমদিনেই কৃষ থ্রি’র বাজিমাত

প্রথমদিনেই কৃষ থ্রি’র বাজিমাত

বিনোদন ডেস্ক: চলতি মাসের ১ তারিখে মুক্তি পেয়েছে বলিউডি সুপারহিরোভিত্তিক সিনেমা কৃষ থ্রি’। মুক্তির পরই বক্স অফিসে আলোড়ন তোলে সিনেমাটি। মুক্তির পর প্রথম দিনই তুলে নেয় সাড়ে ২৫ কোটি রুপি। শুধুমাত্র বক্স অফিসে নয় সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক মন্তব্য পেয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ২৩ কোটি রুপি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশান, প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, কোয়ি মিল গ্যায়া এবং ‘কৃষ’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। দিওয়ালির মৌসুমে ১ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি।  প্রথম দিনই আয় করে সাড়ে ২৫ কোটি রুপি।

রাকেশ রোশান পরিচালিত সায়েন্স ফিকশন ড্রামাভিত্তিক সিনেমাটি তৈরি করতে মোট খরচ হয়েছে একশ’ থেকে দেড়শ’ কোটি রুপি। অপর একজন বিশারদ কমল নাহাতা মনে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমার তালিকায় নাম লেখাতে যাচ্ছে কৃষ থ্রি’। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত কৃষ থ্রি’ সিনেমার স্পেশাল ইফেক্টে সাহায্য করেছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি থিয়েটারে শিশুদেরই বেশি আকর্ষণ করেছে বলে জানিয়েছে থিয়েটার কর্তৃপক্ষ।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024