বিশ্বকাপ ফুটবলে পাঁচবার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে এবার সোনা জিততে পারেনি ব্রাজিল। এবার লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠলেও তারা হেরে যায় মেক্সিকোর কাছে। প্যারালিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে দুধের সাধ খানিকটা যেন ঘোলে মেটালেন ব্রাজিলের প্রতিবন্ধী ফুটবলাররা। প্রতি দলে পাঁচ জনের এ ফুটবল ফাইনালে ব্রাজিল ২-০ গোলে হারায় ফ্রান্সকে। প্যারালিম্পিকের ফুটবলে অবশ্য এটি ব্রাজিলের প্রথম শিরোপা নয়। টানা তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হলো তারা। প্যারালিম্পিকে ফুটবলের শুরুই হয় ২০০৪এ এথেন্সে। এখানে অংশ নেয় দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়রা। এ আসরে ব্রাজিল কোন গোলই খায়নি।
Leave a Reply