ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এক মামলার পরিপ্রেক্ষিতে বুধবার দেশটির অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি সাহারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের ব্যাংকের সব হিসাব ও সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) সাহারার প্রধান সুব্রত রায়ের জন্যও একই বিধান জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেবি এ পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বাজার পরিদর্শক প্রতিষ্ঠান সেবিকে নির্দেশ দিয়েছিল, যদি সাহারা গ্রুপ যথাসময়ে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেয়, তবে তার সব ব্যাংক হিসাব আটকে দেওয়া যাবে। সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড (এসএইচআইসিএল) ও সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড (এসআইআরইসিএল)-এর বিরুদ্ধে দুটি পৃথক নির্দেশ জারি করা হয়েছে। সেবি বলছে, সাহারার ওই দুটি প্রতিষ্ঠান বন্ড বিক্রি করে এবং বিভিন্ন বেআইনী পন্থায় গ্রাহকদের কাছ থেকে যথাক্রমে ছয় হাজার ৩৮০ কোটি রুপি ও ১৯ হাজার ৪০০ কোটি রুপি সংগ্রহ করেছে। এই অর্থ সুদসহ বাড়িয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার কথা ছিল। গত আগস্ট মাসে ভারতের সুপ্রিম কোর্ট ১৫ শতাংশ সুদসহ ওই অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এজন্য সেবিকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে ডিসেম্বরে সাহারা ওই অর্থ তিন কিস্তিতে পরিশোধের আবেদন জানায়। প্রথম দফায় এককালীন পাঁচ হাজার ১২০ কোটি রুপি, এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে ১০ হাজার রুপি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকি অর্থ পরিশোধ করার আবেদন করে সাহারা। পরে আদালত তা মঞ্জুরও করেন। বুধবার সেবি জানায়, সাহারা শেষ দুই কিস্তি এখনো পরিশোধ করেনি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সেবি। সাহারা বলছে, তারা ইতিমধ্যে ১৯ হাজার ৪০০ কোটি রুপি পরিশোধ করেছে। কিন্তু, দুই হাজার ৬২০ কোটি রুপি পরিশোধ এখনও বাকি আছে।
Leave a Reply