চীনের একটি রেলওয়ে কোম্পানিতে সৌদি কর্মীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনা কোম্পানিটি সৌদি আরবের পবিত্র মক্কা শহরে পাতাল রেল নির্মাণের কাজ করছে। চীনা এ কোম্পানি বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সৌদি কর্মীদের বহিষ্কার ও জরিমানা করা হবে। সৌদি আরবের নিউজ ২৪ ওয়েবসাইট জানিয়েছে, সৌদি ও চীনা কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টির পর এ সিদ্ধান্ত নেয়া হয়। চীনা কোম্পানির একটি সূত্র জানিয়েছে, কয়েকজন ইঞ্জিনিয়ার ও চারশ’ চীনা কর্মীর মধ্যে উত্তেজনার পর বর্তমান অবস্থা তৈরি হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকটি চীনা কোম্পানি কাজ করছে। গত বছর মক্কার ওই পাতাল রেল প্রকল্পে এক হাজার ছয়শ’ কর্মী কাজ করত।
Leave a Reply