ভারতের অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি ব্রিটেন শুক্রবার নিলামে এক লাখ ১৫ হাজার পাউন্ড দামে বিক্রি হয়েছে। ব্রিটেনর এক নিলামে ওই চিঠির দাম হাঁকা হয়েছিল ১০ থেকে ১৫ হাজার পাউন্ড। তবে সবাইকে চমকে দিয়ে চিঠিটি এক লাখ ১৫ হাজার ডলারে বিক্রি হয়।
নিলামকারী প্রতিষ্ঠান মুলকের রিচার্ড ওয়েস্টউড-ব্রুকারস বলেন, ভারতীয় কোনো নেতার লেখা চিঠি নিলামে বিক্রির ক্ষেত্রে এটা একটা বিশ্ব রেকর্ড। তিনি দাবি করেন, চিঠিটি একজন ভারতীয় স্বাধীনতা যোদ্ধার হাত হয়ে তাঁদের কাছে এসেছে। ১৯৪৩ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতের পুনেতে আগা খান প্যালেসে গৃহবন্দী থাকার সময় গান্ধী ওই চিঠিটি লেখেন। গান্ধীর সই করা এ চিঠিতে তারিখের জায়গায় লেখা আছে ‘ডিটেনশন ক্যাম্প, ২৬ অক্টোবর ১৯৪৩’। ঔপনিবেশিক সরকারের অতিরিক্ত সচিবকে লেখা চিঠিতে গান্ধী তাঁর নিজের ও অনুসারীদের মুক্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply