শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১১

ইংল্যান্ডের ওল্ডহ্যামে ‘সাইক্লিং ইমাম’ নামে ক্লাব প্রতিষ্ঠা

ইংল্যান্ডের ওল্ডহ্যামে ‘সাইক্লিং ইমাম’ নামে ক্লাব প্রতিষ্ঠা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৩৭২
প্রকাশ কাল: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের শহর ওল্ডহ্যামের একটি মসজিদের ইমাম প্রতিষ্ঠা করেছেনসাইক্লিং ক্লাব ক্লাবটি ইতোমধ্যেই ওল্ডহ্যামের মুসলিমদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ খবর দিয়েছে ওল্ডহ্যাম টাইমস।

ক্লাব থেকে প্রতি সপ্তাহে আয়োজন করা হয় চ্যারিটি রাইডের। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সাইক্লিং করে, তাদের ডায়াবেটিসের ঝুঁকি ৪০ শতাংশ কম থাকে।

ক্লাবটির প্রতিষ্ঠাতা ইমাম মাওলানা আতিকুর রহমান বলেন, মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদের শারীরিক শ্রম কম। ফলে তাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। সমস্যা দূর করার জন্যই মূলত সাইক্লিং শুরু করি। তারপর অন্যদের উদ্বুদ্ধ করার জন্য আমি আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করে তৈরি করিসাইক্লিং ইমামনামের ক্লাব।ডায়াটের চেয়েও বেশি উপকার করে সাইক্লিং। পুরো ওল্ডহ্যামের সবাই পছন্দ করেছে বিষয়টি। তারাও তাদের ওজন কমাতে আমাদের ক্লাবে আসে পরামর্শের জন্য। 

ইমাম বলেন, ক্লাবের বর্তমান সদস্য ত্রিশ। প্রতি সপ্তাহে আমরা রাইডে বের হই। ৫০ মাইল রাইডিং করি, সম্প্রতি করেছি ৯০ মাইল। সাইক্লিং এখন মানসিক চাপ কমানোর দুর্দান্ত একটি উপায় হিসাবে বরিত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024