বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:০৭

বাংলাদেশি খাবারে মজেছেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ বিদেশী কূটনীতিকরা

বাংলাদেশি খাবারে মজেছেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ বিদেশী কূটনীতিকরা

বাংলাদেশের মজাদার সব খাবারে মজেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল নিজেই টুইটারে ফুচকা খাওয়ার দুটি ছবি পোস্ট করেছেন।

সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনি বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে জানান, মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন তিনি!

নরওয়ের রাষ্ট্রদূত এবং জার্মান রাষ্ট্রদূতের সাথেই যেনো এবার পাল্লা দিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল লিখেছেন- অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি গুগলে (ফুচকা) বানানটা দেখে নিয়েছি। এছাড়া, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তাদের ডেপুটি হাইকমিশনারের দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছে। তাতে লিখা ছিল- ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।

প্রসঙ্গত, কূটনীতিকদের নিয়ে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বাংলাদেশের নেটিজেনদের অনেককেই নিজ দেশের খাবার নিয়ে গর্ব করতে দেখা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025