বালাগঞ্জ এর আতাশন গ্রামের একজন মাদ্রাসা শিক্ষককে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে ‘নলকূপ প্রজেক্ট’ এর আওতায় একটি নলকূপ এর জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর আয়োজিত এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করে সিলেটের বিশ্বনাথ উপজেলার কান্দিগ্রাম রাজাগঞ্জবাজারস্থ ‘দারুল মা’আরিফ আল-ইসলামীয়া’ (ইসলামী রিসার্চ সেন্টার)। অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাফিজুর রহমান খায়রুল ইসলাম সহ আর রহমান এডুকেশন ট্রাষ্ট এর বাংলাদেশ শাখার প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ও আবিদুর রহমানসহ অন্যা্ন্য নেতৃবৃন্দ। আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রধান পরিচালক আল্লামা ইমাম নুরুর রহমান দারুল মা’আরিফ এর অনুকুলে এই অর্থ বরাদ্দ করেন।
দারুল মা’আরিফ আল-ইসলামীয়া (ইসলামী রিসার্চ সেন্টার) এর মাধ্যমে ট্রাস্ট এর সদস্যবৃন্দ অর্থ হস্তান্তর করেন। ব্রিটেনসহ বিশ্বের অন্যান্য দেশের অনেক প্রবাসী পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাষ্টের কার্যক্রমকে এগিয়ে নিতে মুসলিম উম্মাহ গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করতে ট্রাষ্টের পক্ষ থেকে বিশেষভাবে প্রার্থনা করা হয়।
Leave a Reply