শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩২

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন সৌদিতে অনুমোদন

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন সৌদিতে অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ / ২০২
প্রকাশ কাল: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার দুয়ার খুলছে সৌদি আরবে। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল। অনুমোদিত আইনে বলা হয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশ। কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব প্রদান করা হবে হবে।

সৌদি সরকারের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ দরবার। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। রাজকীয় এক আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং চিকিৎসা, বিজ্ঞান, আইন, খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদি আরবের নাগরিকত্ব পাবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024