বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:০৯

হাউস অব কমন্সে এপিপিজি রিপোর্ট প্রকাশ: বাংলাদেশের নিজস্ব উদ্যেগে গার্মেন্টসের সমস্যার সমাধান সম্ভব

হাউস অব কমন্সে এপিপিজি রিপোর্ট প্রকাশ: বাংলাদেশের নিজস্ব উদ্যেগে গার্মেন্টসের সমস্যার সমাধান সম্ভব

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের পোশাকশিল্প  নানাবিধ সমস্যার আবর্তে জর্জরিত। এটা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এই সমস্যা আরও ঘনীভূত হয় রানা প্লাজা ধসের পর। বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এ শিল্পের সমস্যা প্রচার করা হয় ফলাও করে। কিন্তু এ সমস্যা নিয়ে এবার ভিন্ন কথা জানালো অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)। বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে এ রিপোর্টটি সোমবার হাউস অব কমন্সে সাংবাদিকদের সামনে প্রকাশ করা হয়। এপিপিজি’র চেয়ার সরকারদলীয় এমপি আন মেইন সাংবাদিকদের সামনে এ রিপোর্ট পেশ করেন।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর মূল সমস্যা হলো সঠিক অবকাঠামোর অভাব, শ্রমিকের ন্যায্য মজুরি না পাওয়া ও অস্বাস্থ্যকর কাজের পরিবেশ। এসব সমস্যা শুধু বাংলাদেশ নয়, অন্য অনেক দেশেই রয়েছে। সঠিক অবকাঠামোর বর্ণনা দিতে গিয়ে রিপোর্টে বলা হয়, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যথাযথ আইন থাকলেও অনেকেই এ আইনের তোয়াক্কা না করে বিল্ডিং নির্মাণ করেছেন। ফলে বিল্ডিংগুলো সব সময়ই থেকে গেছে ঝুঁকিপূর্ণ। রিপোর্টে গার্মেন্ট সেক্টরে কাজের সঠিক পরিবেশ, মানবিক জীবনযাপনের জন্য শ্রমিকের পর্যাপ্ত মজুরি ও সঠিক অবকাঠামোগত উন্নয়নে শুধু সরকার নয়, গার্মেন্টস ক্রেতাদেরও অনেক কিছু করার আছে বলে মত প্রকাশ করে এপিপিজি। সোমবার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর রচিত ‘আফটার রানা প্লাজা’ শীর্ষক এক রিপোর্টে এ মন্তব্য করে এপিপিজি।

সম্প্রতি এপিপিজি’র একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এসে দেশটির গার্মেন্টস সেক্টরের উপর রিপোর্টটি তৈরি করে। প্রতিনিধিদল তাদের সফরকালীন সময়ে মোট ৬টি গার্মেন্টস কারখানা, বেশকিছু প্রশিক্ষণ কেন্দ্র ও শ্রমিকদের বাসস্থানও পরিদর্শন করেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এসময় তার সঙ্গে এপিপিজি’র ভাইসচেয়ার নিক ডি বয়েস ও সদস্য জোনাথন রেইল্ড এমপি, নেক্সট, প্রাইমার্ক ছাড়াও বেশ কিছু বাংলাদেশি গার্মেন্টস ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025