শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮

নির্মানাধীন নতুন টাউন হল পরিদর্শনে মেয়র লুৎফুর রহমান

নির্মানাধীন নতুন টাউন হল পরিদর্শনে মেয়র লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের জনবহুল ও ব্যস্থ এলাকা হোয়াইট চ্যাপেলে নির্মানাধীন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের কাজের অগ্রগতি দেখতে বিল্ডিং পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত মেয়র লুৎফুর রহমান।

তিনি কাজের অগ্রগতির খবর নেন। কাজ দ্রূত গতিতে এগিয়ে চলছে। পুরাতন হাসপাতাল ভবন সংস্কার ও আধুনিক সাজে সজ্জিত করা ছাড়াও পেছনে একটি তিন তলা ভবন ও ছয় তলা ভবন নির্মান করা হয়েছে। তিন তলা ভবনে কাউন্সিল চেম্বার, মেয়র ও ডেপুটি মেয়রের অফিস, স্পিকারের অফিস সহ বিভিন্ন স্টাফদের অফিস থাকবে।

নতুন টাউন হল ভবন পরিদর্শন শেষে মেয়র লুৎফুর রহমান বলেন, চমৎকার একটি নতুন টাউন হল ভবনে টাওয়ার হ্যামলেটসের জনগণ সেবা খুব শীঘ্র্রই পেতে যাচ্ছেন। আমি বিশ্বাস করি যে এটি সেই একই বিল্ডিং যা আমরা সেই আমরা কয়েক বছর আগে কিনেছিলাম। আমি আনন্দিত যে, টাওয়ার হ্যামলেটের লোকেদের একটি চমৎকার কেন্দ্রীয় টাউন হল থাকবে যাকে তারা সত্যিকার অর্থে তাদের নিজেদের বলতে পারবেন।

উল্লেখ্য, মেয়র লুৎফুর রহমান নতুন ভবনের জায়গা ও বিল্ডিং ২০১৫ সালে ক্রয় করেছিলেন। আগামী আগষ্ট মাসে শেষ হওয়ার সম্ভাবনা। এ বছরের ডিসেম্বর মাসে নতুন টাউন হলে কাউন্সিলের অফিস ট্রান্সফার হওয়ার আশা করা যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024