মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

শীর্ষবিন্দু নিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও বাহুবলে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষে ব্যাটারিচালিত বাহনটির চালকসহ চার আরোহীর মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলার রশিদপুরে তেলবাহী লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন আরো দুই জন। সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহজাহান মিয়া জানান, অটোরিকশা চালক নুরুল হক (৩৫) ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার যাত্রী বাচ্চু মিয়াকে(৩২) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই উপজেলার চারিগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা যায়|

হবিগঞ্জ ফায়ার ব্রিগেডের স্টেশন সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন এক্সপ্রেস এর একটি বাস শায়েস্তাগঞ্জের পুরানবাজারে পশ্চিম বাজার এলাকায় পৌঁছানোর পর সামনের চাকা ফুটো হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকের চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024