পর্তুগালের পুলিশ বিশ্বের সবচেয়ে বড় জাল নোটের চালান আটক করেছে। ২০০ ইউরো মুদ্রমানের নোটের এ চালানে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ ইউরো পাওয়া গেছে বলে পর্তুগালের পুলিশ সূত্র জানিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর পোর্টোতে অভিযান চালিয়ে এ সব জাল ইউরোর নোট আটক করা হয় এবং আটক নোটের সংখ্যা ১৯০১টি।
পুলিশি অভিযানে ৪৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। জব্দ করা জাল নোট মানের দিক থেকে অস্বাভাবিক রকম ভাল বলে পুলিশের দেয়া তথ্যে জানানো হয়েছে। ২০০২ সাল থেকে ব্যাপক হারে ইউরো জাল করার ততপরতা শুরু হয়। জাল ইউরো তৈরির ততপরতার সঙ্গে জার্মানি, স্পেন, ইতালি, বুলগেরিয়া ও পর্তুগালসহ আরো অনেক দেশ জড়িত।
Leave a Reply