বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০৬

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

গ্যালারী থেকে / ১৩০
প্রকাশ কাল: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিলো ইংল্যান্ড। পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে টপকে যায় জস বাটলারের দল।

১৯৯২ সালের পুনরাবৃত্তি ঘটলো না। অল্প রানের পুঁজি নিয়েও লড়াই করছে পাকিস্তান। ৪৫ রানে ইংল্যান্ডের টপ থ্রি ব্যাটসম্যান অ্যালেক্স হেলস (১) ফিল সল্ট (১০) ও জস বাটলারকে (২৬) তুলে নেন শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফ।

এরপর বেন স্টোকসকে নিয়ে জুটি গড়ে চাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন হ্যারি ব্রুক। দলীয় ৮৪ রানে ব্রুককে (২০) সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ফের ম্যাচে ফেরান শাদাব খান।

তবে পঞ্চম উইকেটে ৩৫ বলে ৪৮ রানের ‍জুটি গড়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেন বেন স্টোকস ও মঈন আলী। ১৩ বলে তিন চারে ১৯ রান করে আউট হন মঈন। ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন বেন স্টোকস।

পাকিস্তানকে ১৩৭ রানে আটকে দিলো ইংল্যান্ড

আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শান মাসুদ-বাবর আজমের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ১ ছক্কায় ১৫ রান নিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।

এরপর ডাবল ডিজিট ছুঁতে পারেননি মোহাম্মদ হারিস। ১২ বলে ৮ রান নিয়ে ফেরেন তিনি। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। বাবর ৩২ রানে ফিরলে ফের বিপদে পড়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন শান মাসুদ। ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন তিনি। ইফতেখার আহমেদ ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। শেষে শাদাব খান ১৪ বলে ২০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।

ইংল্যান্ডের স্যাম কারেন ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান আদিল রশিদ ও ক্রিস জর্ডান।

বাবরের বিদায়ে পাকিস্তানের ছন্দপতন

১৫ রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। ডাবল ডিজিট ছোঁয়ার আগে ফেরেন মোহাম্মদ হারিস। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় পাকিস্তান। বিপদ সামলে শান মাসুদকে নিয়ে ইনিংস লম্বা করছিলেন বাবর আজম। তবে আশা জাগিয়ে ১১.১ ওভারে আদিল রশিদের উইকেটে পরিণত হন পাকিস্তান অধিনায়ক। ২৮ বলে ২ চারে ৩২ রান নিয়ে সাজঘরে ফেরেন বাবর। এরপর ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ইফতেখার আহমেদ।
১২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৫ রান।

টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আজ দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে শিরোপার লড়াই।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023