বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২

এইচটিসি ওয়ান নতুন আদলে

এইচটিসি ওয়ান নতুন আদলে

/ ১৪৫
প্রকাশ কাল: সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

তাইওয়ান ভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি নতুন ডিজাইনে ‘এইচটিসি ওয়ান’ স্মার্টফোন নিয়ে এসেছে। মোবাইল বাজারে নিজেদের দখল ফিরে পেতে স্মার্টফোনটি নতুন করে ডিজাইন করেছে এইচটিসি।

নতুন ডিজাইনের এইচটিসি ওয়ান স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটি সিস্টেমে। আছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন এবং ১০৮০ পিক্সেলের ডিসপ্লে। এর কেসিং বানানো হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে, আরো আছে সামনের দিকের স্টেরিও স্পিকার। তবে স্মার্টফোনটিকে প্রতিযোগিতার বাজারে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি আপডেট আনা হয়েছে সফটওয়্যারগুলোতে।

হোম স্ক্রিনে যোগ হয়েছে পার্সোনালাইজড কন্টেন্ট ফিড ‘ব্লিংকফিড’। আর এইচটিসি জো ক্যামেরার শাটার চাপার আগেই ধারণ করবে হাই-ডেফিনিশন ভিডিও, যাতে পরে ভিডিওটি থেকেই পছন্দমতো ছবি বেছে নিতে পারবেন ব্যবহারকারী। এইচটিসি স্মার্টফোনটির ক্যামেরাটিকে বলা হচ্ছে আল্ট্রাপিক্সেল ক্যামেরা। নির্মতারা দাবি করছেন, যে কোন স্মার্টফোনের তুলনায় কম আলোতে ভালো ছবি তোলা যাবে স্মার্টফোনটির আল্ট্রাপিক্সেল ক্যামেরা দিয়ে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023