রবিবার, ২৮ মে ২০২৩, ১১:৪৩

ব্রিটেনে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণা

ব্রিটেনে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১০৭
প্রকাশ কাল: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

কট্টোর ডান-পন্থী এবং ইসলামবিদ্বেষী রাসমুস পালুদান ব্রিটেনে প্রবেশের অনুমতি পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত। এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার ব্রিটেনের ওয়েকফিল্ডে কোরআন পোড়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু এ উদ্দেশ্যে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পালুদান। যদিও ঠিক কি কারণে তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি তা জানাননি তিনি।

খবরে জানানো হয়েছে, সম্প্রতি ওয়েকফিল্ড স্কুলে কোরআন পোড়ানোর কারণে চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এরপরই গত রোববার টুইটারে একটি ভিডিও আপলোড করেন পালুদান। এতে তিনি বলেন, ওইসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এবং ‘অগণতান্ত্রিক শক্তির’ বিরোধিতা করতে ওয়েকফিল্ড সফরে যাবেন তিনি। সেখানে গিয়ে কোরআন পোড়ানোর পরিকল্পনার কথাও জানান পালুদান।

এর আগে বিভিন্ন দেশে ইসলামবিরোধী আন্দোলন গড়ে তুলেছেন পালুদান। বেশ কয়েকবার মুসলিমদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছেন।

তার এমন উগ্র আচরণের কারণে দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জানুয়ারি মাসে সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পুড়িয়ে বিতর্ক উস্কে দেন পালুদান। ওই ঘটনার পর সুইডেন ও তুরস্কের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদান আটকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2022