বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৪৫

সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন!

সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন!

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা / ১৬৭
প্রকাশ কাল: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর কবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। তবে এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ইতোমধ্যে ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাবে ২৯তম রোজার দিন অর্থাৎ আগামী শুক্রবার (২১ এপ্রিল)। সেই হিসাবে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) গত সোমবার (১৭ এপ্রিল) জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

আইএসির পক্ষ থেকে আরও বলা হয়, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া।

সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023