বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০৫

টাওয়ার হ্যামলেটস ট্রান্সপোর্ট সার্ভিস কর্মকর্তা নজরুলের বিদায় সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটস ট্রান্সপোর্ট সার্ভিস কর্মকর্তা নজরুলের বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক, লন্ডন / ১১৫
প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর কর্মকর্তা নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং এর উদ্যোগে এই আয়োজন করা হয় টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর টবিলেন কার্যালয়ে। এই আয়োজনে তাকে সহযোগিতা করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য সকল স্টাফরা।

টাওয়ার হ্যামলেটস ট্রান্সপোর্ট সার্ভিসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা প্রদান করেন তার দীর্ঘদিনের কাজের সহকর্মীরা।

সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার দীর্ঘ দিনের কাজের সহকর্মী মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাছুম আহমেদ, আবুল কাশেম মোহাম্মদ হুমায়ুন কবির, আবুল কাশেম, সামানতা, সাম, মেলভিন, ম্যান্ডি, খালেদ, হাসিনা ইসলাম, রেজওয়ানা বক্স, ফাতেহা বেগম প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নজরুলের ভূয়সী প্রশংসা করে তার সহকর্মীরা বলেন, তিনি দীর্ঘ দিন সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন।

তার কাজের দক্ষতার কারণেই অন্য ডিপার্টমেন্টে পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন। তার আচার ব্যবহারে সকলেই মুগ্ধ। তিনি সর্বদা সহকর্মীদের অগ্রাধিকার দিয়েছেন।

তার সমর্থন এবং মধুর স্মৃতির সহকর্মীরা হৃদয়ে ধারণ করবেন। তাঁর কাজের সফলতার জন্য তাকে আজ এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে।

বিদায় কালে নজরুল ইসলাম ভারাক্রান্ত মনে বলেন, আপনাদের সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ সিনিয়র এবং জুনিয়রকে ছেড়ে যাওয়ার সময় এটি আমার হৃদয় ভেঙেছে। আমি আপনাদের সবার সাথে কাজ করে উপভোগ করেছি। আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023