অবশেষে পদত্যাগ করলেন ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি’র চেয়ারম্যান রিচার্ড শার্প।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণ নিশ্চিতে সহায়তা করেছিলেন তিনি। এটি করতে গিয়ে রিচার্ড শার্প অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল।
সেই অভিযোগ স্বীকার করে নিয়ে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে পদত্যাগপত্রে তিনি দাবি করেছেন, এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।
স্কাই নিউজের খবরে জানানো হয়েছে, এ বছরের জানুয়ারি মাসে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সুপারিশে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রিচার্ড শার্প।
কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পরই অভিযোগ ওঠে যে, এর আগে তিনি নিজের প্রভাব খাটিয়ে এবং সরকারী নিয়মনীতিকে পাশ কাটিয়ে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড বা সাড়ে ১০ কোটি টাকা ব্যাংক ঋণ পেতে মধ্যস্থতা করেছিলেন শার্প।
বরিসকে সহায়তা করার এক সপ্তাহের মধ্যেই বিবিসির চেয়ারম্যানের পদ পান শার্প। ফলে সন্দেহ আরও জোরদার হয়।
এই অভিযোগ ওঠার পর তা নিয়ে তদন্ত শুরু করে ব্রিটিশ সরকারের ব্যাংক ঋণ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা। তদন্তে বিবিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তার জেরেই শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শার্প।
স্কাই নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কোম্পানির চেয়ারম্যানের এই ‘গোপন বোঝাপড়া’ প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপকভাবে বিব্রত ও ক্ষুব্ধ বোধ করছেন বিবিসির ব্রিটেন শাখার কর্মীরা।
তবে এখনই বিদায় নিচ্ছেন না শার্প। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বর্তমান চেয়ারম্যান।
Leave a Reply