ব্রিটেনের রাজা হিসাবে অভিষিক্ত হলেন তৃতীয় চার্লস। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শপথ নিয়েছেন তিনি।
রাজা হিসাবে তৃতীয় চার্লস আসলে কী করবেন বা ব্রিটিশ রাজার কাজ কী–এমন প্রশ্ন অনেকের। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
এতে বলা হয়, রাজা যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। তবে তার বেশিরভাগ ক্ষমতাই প্রতীকী বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন।
প্রতিদিন ব্রিটিশ সরকারের কাজের রিপোর্ট তার কাছে লাল রঙের চামড়ার একটি বাক্সে করে পাঠানো হয়, যার মধ্যে থাকে গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের আগে সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা বা কাগজপত্র যাতে তার স্বাক্ষর করা প্রয়োজন।
সাধারণত ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি বুধবার বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করে তার সরকারের কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন।
এসব বৈঠক একান্ত ব্যক্তিগত এবং সেখানে যেসব কথাবার্তা হয় সেগুলোর আনুষ্ঠানিক কোনো রেকর্ড রাখা হয় না। এছাড়াও রাজার আনুষ্ঠানিক সংসদীয় কিছু ভূমিকা রয়েছে। যেমন–
সরকার নিয়োগ: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী দলের প্রধানকে সরকার গঠনের জন্য বাকিংহাম প্রাসাদে আমন্ত্রণ জানান রাজা। নির্বাচনের আগে সরকারের বিলুপ্তিও ঘোষণা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান ও রাজার ভাষণ: রাষ্ট্রপ্রধান হিসাবে রাজা এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংসদীয় বছর শুরু করেন। হাউজ অব লর্ডসের একটি সিংহাসনে বসে রাজা ভাষণ দেন যাতে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।
রাজার অনুমোদন: যখনই সংসদে কোনো বিল পাশ হয় সেটিকে আইনে পরিণত করার জন্য রাজার অনুমোদন নিতে হয়।
এছাড়া লন্ডনের সেনোটাফে প্রতিবছর নভেম্বরে বার্ষিক স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজা। এসবের বাইরে সফররত রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তার কাজটিও রাজার ওপর ন্যস্ত। তিনি নিয়মিত যুক্তরাজ্যে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাক্ষাৎ দিয়ে থাকেন।
নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রাজা চার্লস জার্মানি সফর করেন এবং সেখানে প্রথম ব্রিটিশ রাজা হিসাবে জার্মানির পার্লামেন্টে বক্তৃতা করেন।
যুক্তরাজ্যের রাজার আরেকটি বড় দায়িত্ব হচ্ছে কমনওয়েলথের নেতৃত্ব দেওয়া। এক সময়ের ব্রিটিশ উপনিবেশ হিসাবে শাসিত বিশ্বের ৫৬টি স্বাধীন দেশের জোট হচ্ছে কমনওয়েলথ, যা পৃথিবীর ২৫০ কোটি মানুষের আবাসস্থল।
পদাধিকার বলে এই কমনওয়েলথের প্রধান হচ্ছেন যুক্তরাজ্যের রাজা। এছাড়া বিশ্বের ১৪টি দেশ ও অঞ্চলের রাষ্ট্রপ্রধানও রাজা তৃতীয় চার্লস, যে দেশ ও অঞ্চলগুলো ‘কমওয়েলথ রেমস’ হিসাবে পরিচিত।
রাজার স্ত্রী, কুইন কনসোর্ট ক্যামিলা রাজাকে এসব কাজ ও আনুষ্ঠানিকতা পালনে সাহায্য করে থাকেন এবং বর্তমানে ৯০টি দাতব্য প্রতিষ্ঠানকে সহায়তা করার অংশ হিসাবে তিনি বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন।
Leave a Reply