বাবা চার্লসের রাজ্যাভিষেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ভাই উইলিয়ামের দুই সারি পেছনের চেয়ারে বসেছিলেন সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি।
অনুষ্ঠানে তিনি স্ত্রী মেগান ছাড়া একাই এসেছিলেন। অনুষ্ঠান শেষেও একা চলে যান তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানের পর বাকিংহাম প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে রাজা ও রানির সঙ্গে সমবেতদের শুভেচ্ছা জানানোর জন্য হ্যারিকে হয়ত আমন্ত্রণ জানানো হয়নি। তাই ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে বের হয়ে গাড়ি নিয়ে তিনি সোজা হিথ্রো বিমানবন্দরে চলে যান।
বিতর্কিত আত্মজীবীন ‘স্পেয়ার’ প্রকাশ হওয়ার পর ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে এই প্রথম হ্যারিকে প্রকাশ্যে দেখা গেলো। রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রিন্স হ্যারিকে একা একটি গাড়িতে উঠতে দেখা গেছে।
কয়েক ঘণ্টা পর বাকিংহাম প্রাসাদের বারান্দায় রাজা ও রানির সঙ্গে রাজপরিবারের অপর সদস্যরা যোগ দেন। এদের মধ্যে ছিলেন ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেস এবং তাদের সন্তানরা।
প্রিন্স হ্যারির স্ত্রী সাসেক্সের ডাচেস মেগান সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। লস অ্যাঞ্জেলসে তাদের সন্তান প্রিন্স আর্চির চতুর্থ জন্মদিন পালন করা হবে।
এক মার্কিন সংবাদমাধ্যমের একটি সূত্র জানিয়েছে, ছেলে আর্চির জন্মদিনে সময়মতো যোগ দেওয়ার সব চেষ্টা করছেন প্রিন্স হ্যারি।
রাজ্যাভিষেকে পরিবারের সদস্যদের তৃতীয় সারিতে থাকলেও রানি এলিজাবেথের শেষকৃত্যে দ্বিতীয় সারিতে ছিলেন হ্যারি। ওই সময় তিনি সরাসরি বাবা চার্লসের পেছনের চেয়ারে বসেছিলেন।
অবশ্য আগেই জানা গিয়েছিল, প্রিন্স হ্যারিই একাই অনুষ্ঠানে হাজির হবেন এবং রাজপরিবারের সক্রিয় সদস্য না হওয়ার কারণে কোনও আনুষ্ঠানিকতায় তার ভূমিকা থাকবে না।
Leave a Reply