ব্রিটেনে রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই লন্ডনের ট্রাফালগার স্কয়ারের কাছে জড়ো হয়েছিলেন রিপাবলিকের সদস্যরা। ডেইলি মেইল।
রাজা তৃতীয় চার্লসকে উদ্দেশ্য করে ‘আমার রাজা নয়’ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
তাদের কারো কারো হাতে প্রিন্স হ্যারির মার্কিনী স্ত্রী মেগান মার্কেলের ছবিসহ প্লাকার্ড দেখা যায়, যেখানে তাকে বলা হয় জনগণের ‘প্রিন্সেস’।
পুলিশ এ বিক্ষোভ থেকে অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে দেশটির একাধিক মানবাধিকার সংস্থা।
গ্রেপ্তার করা হয়েছে রাজতন্ত্রবিরোধী একটি সংগঠনের শীর্ষনেতাকে। রিপাবলিক নামে ওই সংগঠনটি জানিয়েছে, তাদের নেতা গ্রাহাম স্মিথসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক টুইটে রিপাবলিক বলেছে, শনিবার সকালে গ্রাহাম স্মিথ ও আমাদের দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শত শত প্ল্যাকার্ড জব্দ করেছে। এটাই কি গণতন্ত্র?
Leave a Reply