ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কর্মকর্তা টমবার্গের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা।
বুধবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক হয়। দলের চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার বেলা ১১টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে টমবার্গের সঙ্গে বৈঠক হয়।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।
বেলা পৌনে ১২টায় বৈঠক শেষ হয়। তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Leave a Reply