রবিবার, ২৮ মে ২০২৩, ১১:৪১

লর্ডসে ইতিহাস গড়বে রণবীরের ফ্লপ ছবি

লর্ডসে ইতিহাস গড়বে রণবীরের ফ্লপ ছবি

বিনোদন / ৬২
প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ক্রিকেট বিশ্বের বিখ্যাত মাঠ ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই মাঠকে বলা হয় ক্রিকেটের মক্কা।

আগামী জুলাই মাসে লর্ডসে নতুন ইতিহাস রচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো এখানে সিনেমা প্রদর্শনী হতে চলেছে। তাও আবার হলিউডের কোনও বিখ্যাত ছবি নয়, বরং বলিউডের একটি ফ্লপ ছবি!

এর নাম ‘৮৩’। ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল কবির খান নির্মিত সিনেমাটি। এটি মূলত ভারতীয় ক্রিকেটার কপিল দেবের জীবনী অবলম্বনে নির্মিত।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। প্রায় আড়াইশ কোটি রুপিতে নির্মিত এই ছবি বক্স অফিসে সর্বসাকুল্যে ১৯৩ কোটি আয় করতে পেরেছিল।

বক্স অফিসে ব্যর্থতার গ্লানি কিছুটা ঘুচতে পারে লর্ডস প্রদর্শনীতে। কেননা অতীতে কখনও কোনও ছবি এখানে প্রদর্শিত হয়নি।

আগামী ১৫ ও ১৬ জুলাই দুটি বিশেষ শো অনুষ্ঠিত হবে মাঠটিতে। প্রথম দিন সকাল ১১টায় এবং দ্বিতীয় দিন বিকাল ৪টায় ‘৮৩’ প্রদর্শনী হবে।

এ আয়োজনে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ইউরো আর শিশুদের জন্য ৫ ইউরো।

সিনিয়র সিটিজেন ও শিক্ষার্থীরা ২০ ইউরোতে টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া ফ্যামিলি পাস নেওয়া যাবে ৬০ ইউরোতে। প্রতিবন্ধীদের জন্য থাকছে বিনামূল্যে প্রবেশের সুযোগ।

এ বিষয়ে নির্মাতা কবির খান জানান, প্রদর্শনীতে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে নয়, একেবারে লর্ডস গ্রাউন্ডেই বসবেন। অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “লর্ডস ব্যাবস্থাপকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তারাই প্রস্তাব দেন যে, ‘৮৩’ একটা আইকনিক ছবি, যেটার চূড়ান্ত দৃশ্যের শুটিং লর্ডসে হয়েছিল। আর আমার মনে হয়, এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যে, ছবি যেখানে চিত্রায়িত হয়, সেখানে বিশেষ প্রদর্শনী করা।”

‘৮৩’ ছবির শিল্পীরা আগ্রহী দর্শকের উদ্দেশে কবির খানের বার্তা, ‘এটা দুই দিনের পিকনিকের মতো হবে। ভারতীয় বিভিন্ন খাবারও সেখানে পাওয়া যাবে। সবমিলিয়ে মজার একটি অভিজ্ঞতা হবে।’

উল্লেখ্য, ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘৮৩’। এতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন, সাকিব সালীম, হার্ডি সান্ধু প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2022