সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫৪

কমে যাচ্ছে ঋষি সুনাকের সম্পদ

কমে যাচ্ছে ঋষি সুনাকের সম্পদ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৮৮
প্রকাশ কাল: শনিবার, ২০ মে, ২০২৩

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কমছে ঋষি সুনাকের সম্পদ।

গত এক বছরে প্রধানমন্ত্রী ঋষি ও তার স্ত্রীর সম্পদ কমেছে ২০ কোটি পাউন্ডেরও বেশি! প্রতিদিন গড়ে পাঁচ লাখ পাউন্ড সম্পদ হারিয়েছেন এ দম্পতি।

এমনকি, ব্রিটেনের ধনীদের তালিকায়ও তারা পিছিয়েছেন ৫৩ ধাপ। মূলত ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের শেয়ারের দর কমে যাওয়ার প্রভাবই পড়েছে তাদের সম্পদে। খবর সানডে টাইমসের।

গত বছর বেশ আলোড়ন তুলেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর হয়েছিলেন ঋষি সুনাক। দেশটির ইতিহাসে এর আগে কখনো এত সম্পদশালী কেউ সরকারপ্রধানের দায়িত্ব পাননি।

প্রধানমন্ত্রী হওয়ার সময় রাজা তৃতীয় চার্লসের দ্বিগুণেরও বেশি সম্পদের মালিক ছিলেন কনজারভেটিভ পার্টির এ নেতা।

গত বছরের অক্টোবরে যখন প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার সময়ও ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদের পরিমাণ ছিল ৭৩ কোটি পাউন্ড।

তবে প্রধানমন্ত্রী হওয়ার পরই যেন দুঃসময় শুরু হয়েছে ঋষি সুনাকের। গত এক বছরে ২০ কোটি পাউন্ডেরও বেশি সম্পদ হারিয়েছে এ দম্পতি।

সে হিসাবে প্রতিদিন ঋষি-অক্ষতা দম্পতির সম্পদ কমেছে গড়ে ৫ লাখ পাউন্ড। ব্রিটিশ ধনী ব্যক্তিদের তালিকায়ও ব্যাপক অবনমন হয়েছে তাদের।

২০২২ সালে তারা ছিলেন তালিকার ২২২তম স্থানে, আর বর্তমানে তাদের অবস্থান ২৭৫তম।

মূলত এ সম্পদের বড় অংশেরই মালিক স্ত্রী অক্ষতা, যিনি ভারতীয় ধনকুবের ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে। বাবার প্রতিষ্ঠানে শেয়ার আছে মেয়ের।

এ প্রতিষ্ঠানই তাদের সবচেয়ে বড় আয়ের উৎস। ইনফোসিসের শেয়ারের দর কমে যাওয়ায় কমেছে অক্ষতার শেয়ারের দামও। যার প্রভাব পড়েছে তাদের মোট সম্পদে।

প্রসঙ্গত, অবশ্য এখনো ঋষি সুনাকের সম্পদের পরিমাণ ব্রিটেনের যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। এর আগে ১৮৫২ সালে প্রধানমন্ত্রী হওয়া অ্যাডওয়ার্ড স্ট্যানলির যে সম্পদ ছিল, তার বর্তমান অর্থমূল্য ৩৫ কোটি পাউন্ড।

এছাড়া রাজনীতিবিদদের মধ্যে হাউস অব লর্ডসের সদস্য স্বরাজ পালের সম্পদের পরিমাণ ২৬০ কোটি পাউন্ড। প্রধানমন্ত্রীর দলেরই আরেক রাজনীতিবিদ মাইকেল হিনটজের ১৭১ কোটি পাউন্ডের সম্পদ রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2022