ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ৫৮ বছর বয়সে আবারও সন্তানের পিতা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন।
পোস্টে ক্যারি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এ সময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোষ্ট করেন। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে।
অন্যদিকে তার এক প্রেমিকার ঘরেও রয়েছে এক সন্তান। ক্যারি লিখেছেন, গত আট মাসের বেশির ভাগ সময়ে আমি ক্লান্ত অনুভব করেছি। কিন্ত আমরা আর অপেক্ষা করতে পারছি না। উইলফ্রেড আবারও বড় ভাই হতে যাচ্ছে এতে সে খুবই খুশি।
এই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।
তিনি ব্রিটেনের প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করেছেন। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
সে সংসারেই বরিসের চারটি সন্তান আছে। জনসন ২০২১ সালের মে মাসে ক্যারিকে বিয়ে করেন। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই। গত বছরের সেপ্টেম্বরে ব্যাপক বিতর্কের মুখে পদত্যাগ করেন জনসন।
Leave a Reply