বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩০

সিলেটের লালাদিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

সিলেটের লালাদিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ, সিলেট / ২১২
প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩

সিলেট মহানগরের লালাদিঘিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই শিশু হলো লালাদিঘি এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‌খেলতে গিয়ে দিঘিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকাল ৩টার দিকে তারা খেলতে বাসা থেকে বের হয়। এরপর থেকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বিকাল সাড়ে ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুর লাশ ভেসে ওঠে।

পরে অপরজনকেও দিঘি থেকে উদ্ধার করা হয়। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023