বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৮

ইউরোপে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম

ইউরোপে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম

নিউজ ডেস্ক, ঢাকা / ১৪১
প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩

আমের জন্য বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও রপ্তানি হচ্ছে।

সোমবার (২৯ মে) চার মেট্রিক টন সুইডেনে ও তিন মেট্রিক টন ক্ষীরশাপাতি আম লন্ডনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মেসার্স এমবিবি এগ্রো নামে ফল এবং সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ আম রপ্তানি করছে। তাদের আশা, চলতি বছরে ১০০ মেট্রিক টনের বেশি আম বিদেশে রপ্তানি করবেন তারা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বদরুদ্দোজা জাগো নিউজকে বলেন, আমি ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করি। এবারও করছি। এ বছর এখন পর্যন্ত চার মেট্রিক টন সুইডেনে ও তিন মেট্রিক টন আম লন্ডনে পাঠিয়েছি।

তিনি বলেন, মূলত আমি সুইডেনেই থাকি। সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ী আমাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরে আমি নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দেয়। সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, বদরুদ্দোজার বিষয়টি আমরা জানি। তবে তিনি শুধু আম নয়, বিভিন্ন ধরনের সবজি বিদেশে রপ্তানি করেন। বিদেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছে।

তিনি বলেন, আম রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু এ জেলার আম রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত তাই আশা করছি বিদেশে আম রপ্তানির পরিমাণ আরও বাড়বে।

জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার মেট্রিক টন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023