বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:১২

প্রতিশ্রুতি’র উদ্যোগে নজরুল জয়ন্তী ১৪৩০ বাংলা উদযাপিত

প্রতিশ্রুতি’র উদ্যোগে নজরুল জয়ন্তী ১৪৩০ বাংলা উদযাপিত

নিউজ ডেস্ক, সিলেট / ১৮০
প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩

প্রতিশ্রুতি শিক্ষা বিজ্ঞান সাহিত্য পর্ষদ সিলেট এর উদ্যোগে পজিট্রন একাডেমির আয়োজনে মহানগরী সিলেটের শাহজালাল উপশহর বি ব্লকে অবস্থিত নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কবি ও শিক্ষাবিদ অধ্যাপক বাছিত ইবনে হাবীবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওসার আহমদ হায়দরী। প্রধান আলোচক হিসেবে নজরুলের কবিতায় নন্দনতত্ত্বের ওপর ব্যতিক্রম আলোচনা পেশ করেন এপার বাংলা ওপার বাংলার আধুনিকতম বাংলা কবিতার নতুন কন্ঠস্বর কবি রুকসানা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি ও গীতিকার এম,এ, মালেক খান, শাহজালাল উপশহরের বিশিষ্ট মুরব্বি ব্রিটেন প্রবাসী, মুক্তিযুদ্ধ সংগ্রামের অগ্রসৈনিক আলহাজ্ব দবির আহমদ।

নির্ধারিত আলোচকের বক্তব্য রাখেন ডাক্তার ও কবি মাশুকুর রহমান, অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও শিশু সাহত্যিক কানিজ আমেনা।

অতিথি আবৃত্তিকার ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ কবি সেনুয়ারা আক্তার চিনু এবং কবি ও আবৃত্তিকার প্রকৌশলী মাছুমা টফি একা। এছাড়াও কবি শাহ্ আব্দুস সালাম, কবি আবুল খায়ের চৌধুরী ও কবি লুৎফুর রহমান তারেক।

নজরুল সংগীতের মিষ্টি সুরে অনুষ্ঠানকে মাধুর্যমন্ডিত করেন বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার ও আকর্ষণীয় তরুণকন্ঠ বিমান বিহারি বিশ্বাস।

আরো বক্তব্য ও আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শ্রী বর্ধন করেন কবি শাহেদ আবদুর রকিব, কবি শাহ আবদুস সালাম, হোমিওপ্যাথি কলেজ, কামালবাজার এর অধ্যক্ষ শৈলেন্দ্র কুমার দাশ ও ছড়াকার নাইমুল ইসলাম গুলজার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিশ্রুতি’র সেক্রেটারি তরুণ কবি জেনারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা দেশ, জাতি, সংস্কৃতি ও ব্যক্তির স্বার্থে নজরুল চর্চার গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে বৃহত্তর পরিবেশে এরকম অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023