স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করেই ছেড়ে দেয়া হয়েছে।
তবে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে। রোববার স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, এসএনপি দলের তহবিল ও অর্থায়ন বিষয়ক তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে স্টার্জেনের পরিচয় গোপন রাখা হয়েছিল। তবে পরে তা প্রকাশিত হয়ে যায়।
দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, স্টার্জেনকে সকাল ১০টায় গ্রেপ্তার করা হয় এবং তাকে ছেড়ে দেয়া হয় বিকাল সাড়ে ৫টায়।
গ্রেপ্তার হওয়ার পর স্টার্জেন বলেন, এ ঘটনা তার জন্য বড় ধাক্কা এবং কষ্টকর। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয় যে, তারা এসএনপি দলের তহবিল নিয়ে তদন্দের স্বার্থে ৫২ বছরের এক নারীকে গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ আইন অনুযায়ী, কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হলে তার পরিচয় প্রকাশ করা হয় না। কিন্তু স্টার্জেনের একজন প্রতিনিধিই গণমাধ্যমকে জানান যে, সাবেক ফার্স্ট মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, রোববার পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন স্টার্জেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
গত দু’বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত করছেন কর্মকর্তারা। তারা জানার চেষ্টা করছেন নেতাকর্মীরা কমপক্ষে ৬ লাখ পাউন্ড দান করেছেন দলে, সেই অর্থের কী হয়েছে।
তবে নিকোলা অব্যাহতভাবে জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। এর আগে এপ্রিলে তার স্বামী ও এসএনপির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার মুরেলকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়।
গত ৫ই এপ্রিল নিকোলার বাড়িতে এবং এডিনবার্গে অবস্থিত এসএনপির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন কর্মকর্তারা।
তার শাশুড়ির ডানফার্মলাইনে অবস্থিত বাড়ির বাইরে একটি বিলাসবহুল মোটরহোম বা গাড়ি রাখার ঘর বিক্রি করা হয়েছে প্রায় এক লাখ ১০ হাজার পাউন্ডে। তাও জব্দ করেছে পুলিশ।
Leave a Reply